বিজয় বার্তা ২৪ ডট কম
স্কুল পর্যায়ে ৫-১১ বছরের শিশুদের পেডিয়াট্রিক ফর্মুলেশন ফাইজার বায়োএনটেক কোভিড-১৯ টিকাদান কার্যক্রমের শুভ উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী।
বৃহষ্পতিবার সকালে ১৬ নং ওয়ার্ডের দেওভোগ প্লে পেন ইন্টারন্যাশনাল স্কুলে এই টিকাদান কার্যক্রমের উদ্বোধন করা হয়।
এসময় নারায়ণগঞ্জ সিটি করপোরেশন এর মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্কুলের বাচ্চােদের জন্য করেনা ভ্যাকসিন এভেললেভেল করে দিয়েছেন। ভ্যাকসিন সব জায়গায় পা্ওয়া যায়। আমার মায়ের কাছে অনুরোধ আপনােদের বাচ্চাদের টিকা দেওয়াবেন।এই ভ্যাকসিনে যদি না হয় তাহলে আরো ভ্যাকসিনের ব্যবস্থা করবো। পর্যায়ক্রমে নাসিকের ২৭ টি ওয়ার্ডে এই টিকা প্রদান করা হবে।
এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা শহিদুল ইসলাম, মহানগর যুবলীগের সাধারণ সম্পাদক আলী রেজা উজ্জল, ১৫ নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, ১৬ নং ওয়ার্ড কাউন্সিলর রিয়াদ প্রধান, ১৬,১৭, ও ১৮ নং ওয়ার্ড নারী কাউন্সিলর বিভা হাসান সহ অন্যান্যরা।