বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ৫৮০ পিছ ইয়াবা ও ১ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ ২ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র্যাব-১১।
দিবাগত রাতে থানাধীন দুধঘাটা এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী ১। মোঃ আল আমিন (২২) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন, দুধঘাটা এলাকার মোঃ মোক্তার হোসেন এর ছেলে এবং ২। মোঃ নুরুজ্জামান (২০) নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন, কান্দাপাড়া এলাকার মোঃ নুরুজ্জামান এর ছেলে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেন।
তারা জানান, গ্রেফতারকৃত আসামীদ্বয় আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা সোনারগাঁ ও এর আশেপাশের এলাকায় সরবরাহ করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়।
সংবাদ বিজ্ঞপ্তিতে আরো জানান, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃত আসামীদ্বয় ১। মোঃ আল আমিন (২২) ও ২। মোঃ নুরুজ্জামান (২০) পেশাদার মাদক ব্যবসায়ী। গ্রেফতারকৃত আসামীদ্বয় অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ইয়াবা ও গাঁজা বিক্রয় করে আসছিল। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।