বিজয় বার্তা ২৪ ডট কম
ডিসেম্বরে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সম্ভাব্য নির্বাচনকে সামনে রেখে ২নং ওয়ার্ডের সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা শোডাউন, দৌড়ঝাপ ও প্রচার প্রচারণায় এলাকাকে মূখরিত করে তুলেছে। সম্ভাব্য প্রার্থীরা ওয়ার্ডবাসীর সাথে ঘুরে ঘুরে শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী সালাম জানাচ্ছে। প্রবিত্র ঈদুল ফিতর থেকেই মুলত নির্বাচনী তৎপরতা শুরু হয়। এরপর থেকে প্রতিদিনই বিভিন্ন এলাকায় মিজমিজি পশ্চিমপাড়া নিজ বাড়ীর সামন থেকে বের হয়ে আবদুল আলীপুল, ধনুহাজী রোর্ড, মিজমিজি দক্ষিণপাড়া, মৌচাক, মিজমিজি চৌধুরীপাড়া, মিজমিজি কান্দাপাড়া, সানারপাড় রহিম মার্কেট, সাহেবপাড়াসহ ওয়ার্ডের গুরুত্বপূর্ণ জনাসমাগমস্থল, বাড়ি বাড়ি চায়ের দোকানসহ প্রধান প্রধান সড়কগুলোতে এলাকাবাসীর সাথে মত ও কুশল বিনিময় করছে সম্ভাব্য প্রাথীরা। এদের মধ্যে প্রবীণ আওয়ামীলীগ নেতা হাজী আবদুল হেকিম, থানা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক আমিনুল হক রাজু, ২ নং ওয়ার্ড যুবদলের সভাপতি ইকবাল হোসেন ওরফে ভেন্ডার ইকবাল, যুবলীগের সুমন কাজী কর্মীসমর্থক নিয়ে শোডাউন ও ওয়ার্ডবাসীর সাথে প্রতিনিয়িত নির্বাচনী মত বিনিময় করছেন। তবে এ ওয়ার্ডে সাতখুনে নিহত কাউন্সিলর নজরুলের স্ত্রী বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির তেমন কোনো তৎপরতা দেখা যায়নি। আসন্ন নির্বাচনে কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটির পরিবারের মধ্যে নির্বাচনের প্রার্থীতা নিয়ে মতবিরোধ রয়েছে বলে একটি সূত্রে জানা যায়। তবে এদের মধ্যে নিহত নজরুলের ভাই সালাম, বর্তমান কাউন্সিলর সেলিনা ইসলাম বিউটি, তার বাবা শহীদ চেয়ারম্যান অথবা ভাই সাবেক ছাত্রলীগ নেতা শফিকুল ইসলাম যে কেউ একজন নির্বাচনে অংশ গ্রহন করবেন। তবে এখন পর্যন্ত এদের মধ্যে নির্বাচণী প্রচার-প্রচরনায় এগিয়ে রয়েছেন প্রবীন আওয়ামীলীগ নেতা হাজী আবদুল হেকিম। প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত তিনি কর্মীসমর্থকদের নিয়ে বাড়ী বাড়ী গিয়ে তিনি ওয়ার্ডবাসীকে নির্বাচনী সালাম জানিয়ে শুভেচ্ছা বিনিময় করছেন। আবদুল হেকিমের পক্ষে নির্বাচনী প্ররচনায় কাজ করছেন- থানা কৃষকলীগ নেতা মোঃ নূরুল ইসলাম, সমাজ সেবক হাজী মোঃ হুমায়ূন কবির, হাজী মোঃ আবদুল কাদির, হাজী মোঃ ফারুক আহমেদ, হাজী মোঃ আলাউদ্দিন, হাজী মোঃ সাহাবুদ্দিন, আহমদ আলী, মোঃ আবদুর রব মিয়া, তৌহিদ মিয়া, আবদুল মতিন, হাজী আবদুল খালেক, মোতালিব মিয়া, নূর হোসেন, মোক্তার হোসেন, ইমান আলী, লিকন মিয়া, জাহিদ মিয়া ও জাহাঙ্গীরসহ এলাকার কয়েক শতাধিক গণ্যমান্য ব্যক্তি ও যুবকরা।
এনিয়ে এলাকাকবাসীর সাথে আলাপকালে তারা জানায়, এবারে ২নং ওয়ার্ডবাসী একজন জনপ্রিয় ব্যক্তিত্ব ও বয়স্ক সামজসেবককে কাউন্সিলর হিসেবে দেখতে যায়।
জনজরিপে আরো দেখা যায়, আবদুল হাকিম এলাকার একজন জনপ্রিয় ব্যক্তি। তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামজ সেবা মূলক কাজ করে আসছেন। এলাকাবাসীর চিন্তচেতনা ও কল্যানের লক্ষ্যে তিনি কাউন্সিলর প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত গ্রহন করেছেন। এরই ধারাবাহিকতায় তিনি ওয়ার্ডবাসীর সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় ও নির্বাচনী সালাম জানাতে গণসংযোগ করছেনন।
আবদুল হাকিম জানান, জনগনের অনুপ্রেরনায় নির্বাচনে প্রার্থীতায় সম্মতি দেয়ার পর থেকে ওয়ার্ডবাসীর পক্ষ থেকে ব্যাপক সাড়া, উৎসাহ ও বিজয়ের আশ্বাস পেয়েছেন।
তবে তিনি বিজয়ের আশাবাদী হলেও অন্যান্যরাও নিজেদের অবস্থান অনেকভালো দাবী করে নির্বাচনে অংশ গ্রহন করার সিদ্ধান্ত নেন।
এদিকে এভাবে প্রচার প্ররোচনা ছাড়াও সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা চালাচ্ছেন ডিজিটাল প্রচারণা। এর মধ্যে উল্লেখযোগ্য হলো- ডিজিটাল ব্যানার, ফেসবুকসহ সোশ্যাল মিডিয়া ও এসএমএসের মাধ্যমে প্রচার প্রচারণা। এলাকার অলিগলিতে লক্ষ্য করা গেছে ডিজিটাল ব্যনারের কল্যাণে। ফেসবুকেও তাদের পেজে লাইক কমেন্টের মাধ্যমে প্রচারণা চলছে।
নাসিকের ২৭টি ওয়ার্ডের মধ্যে ১০টি ওয়ার্ড রয়েছে সিদ্ধিরগঞ্জ থানা এলাকায়। এ ১০টি ওয়ার্ডের বর্তমান কাউন্সিলরদের পাশাপাশি সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীরা ডিজিটাল প্রচারণা চালিয়েছেন।
এদিকে সংরক্ষিত মহিলা কাউন্সিলর হিসেবে ১, ২ ও ৩ নং ওয়ার্ডে বর্তমান কাউন্সিলর মাকছুদা মোজাফফরের পাশাপাশি অন্য কোনো প্রার্থীর তেমন কোনো তৎপরতা এখনও পরিলক্ষিত হচ্ছে না।
শেষ পর্যন্ত এলাকাবাসীর চাহিদা প্রার্থী অনেকেই হতে পারেন। তবে যিনি এলাকা ও এলাকাবাসীর কল্যানে নিজেকে নিয়োজিত রাখবেন তাকেই নির্বাচিত করা হবে।