বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে হাইওয়ে পুলিশবাহি একটি মাইক্রোবাসের ধাক্কায় অটো রিক্সা উল্টে এক স্কুল শিক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনায় স্থানীয় পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মাইক্রোবাসটি আগুন দিয়ে পুঁড়িয়ে দিয়েছে। সোমবার সকালে উপজেলার পুরিন্দা এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কে এ ঘটনা ঘটে। পরে আহত শিক্ষার্থীকে স্থানীয়ভাবে চিকিৎসা দেয়া হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পুরিন্দা কে এম উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীরা আটো রিক্সায় চড়ে ঢাকা-সিলেট মহাসড়ক দিয়ে তাদের বিদ্যালয়ে যাচ্ছিল। পুরিন্দা এলাকায় নরসিংদীর ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির পুলিশবাহি একটি মাইক্রোবাস এসে অটো রিক্সাটিকে ধাক্কা দিলে তা উল্টে যায়। এতে এক শিক্ষার্থী রাস্তায় ছিটকে পড়ে আহত হয়। এ সময় পুলিশ আহত শিক্ষার্থীকে সেবা না দিয়ে অটো চালকে মারধর করলে এলাকাবাসি পুলিশের উপর চড়াও হয়। খবর পেয়ে ওই বিদ্যালয়ের শিক্ষর্থীরা গিয়ে রাস্তায় থাকা হাইওয়ে পুলিশের মাইক্রোবাসটিতে আগুন ধরিয়ে দেয়। এসময় মহাসড়কে যানজট সৃষ্টি হলে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থতি নিয়ন্ত্রনে আনে।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) আজিজুল হক হাওলাদার জানান, নরসিংদীর ইটাখোলা হাইওয়ে পুলিশের ভাড়া করা একটি গাড়ির ধাক্কায় অটো রিকসা উল্টে এক শিক্ষার্থী আহত হয়েছে। তবে তেমন গুরুতর নয়। এ ঘটনায় শিক্ষার্থীরা গাড়িতে আগুন ধরিয়ে দেয়। খবরপেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে পুলিশ।