বিজয় বার্তা ২৪ ডট কম
যেকোন মূল্যে এমপি শামীম ওসমানের সাথে সাক্ষাত করতে চায় ছিটমহলে রূপ নেয়া ফতুল্লার কুতুবপুর ইউনিয়নের আদর্শনগর এলাকাবাসী। এলাকার উন্নয়ন থেকে বঞ্চিত তাই নয়, সরকারী সেবা কিংবা ভিজিএফ কার্ডসহ এমপি‘র অনুদান থেকেও বঞ্চিত ওরা। এমনি অসহায় বক্তব্য উঠে এসেছে রাজধানী লাগোয়া ফতুল্লার সীমান্ত এলাকা আদর্শনগর এলাকায় বসবাসরত জনগনের মুখ থেকে। ঈদের পূর্বে আদর্শনগর ওয়ায়েসকরনী আবাসিক এলাকা উন্নয়ন কমিটির উদ্যোগে দুঃস্থদের মাঝে খাবার সামগ্রী বিতরন অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে তারা এ সকল অভিযোগ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী যুবলীগের সভাপতি শাহাদত হোসেন ভূইয়া সাজনু। কমিটির সভাপতি আহসানউদ্দিনের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন কুতুবপুর ইউনিয়ন যুবলীগের সাধারন সম্পাদক আঃ খালেক,আদর্শনগর আওয়ামীলীগ ইউনিটের সভাপতি জাহাঙ্গীর হোসেন, সাধারন সম্পাদক কাইয়ুম সরকার শাহীন, ইউনিয়ন যুবলীগের যুগ্ম সম্পাদক মমতাজউদ্দিন নিশাত,সিকান্দার মাস্টারসহ স্থানীয় গন্যমান্য ব্যাক্তিবর্গ।
পরে দুইশত দুঃস্থ পরিবারের মাঝে সেমাই,চিনি,দুধসহ খাদ্র সামগ্রীর প্যাকেট তুলে দেয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি সাজনু বলেন, এমপি শামীম ওসমান সমগ্র ফতুল্লার উন্নয়নে কাজ করে যাচ্ছেন। এরই ধারাবাহিকতায় আদর্শনগরের উন্নয়নের প্রকল্পও বাস্তবায়ন হবে। মাতুয়াইল থেকে আদর্শনগর যাতাযাতের প্রধান সড়কটি খুব শীঘ্রই কাজ শুরু হবে বলে আশা করা হচ্ছে। বাকী সমস্যাগুলোও এমপি সাহেব বরাবরে তুলে ধরা হবে। স্থানীয় মুরুব্বীদের সাথে যাতে এমপি সাহেবের সাক্ষাত হয সে ব্যবস্থা তিনি করবেন বলে প্রতিশ্রুতি দেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে আওয়ামীলীগের আদর্শনগর ইউনিটের সভাপতি জাহাঙ্গীর হোসেন বেশ ক্ষোভের সাথে বলেন,বিগত ঈদে আদর্শনগর আওয়ামীলীগ নেতাদের মাধ্যমে ভিজিএফ কার্ড এবং এমপি প্রদত্ত অনুদানের সামগ্রী বিতরন হলেও এবার এ সকল সেবা থেকে বঞ্চিত হয়েছেন। তিনি আদর্শনগরের চারিদিকের রাস্তাঘাটের করুনদশা তুলে ধরে বলেন, আদর্শনগর ছিটমহলে পরিনত হয়ে আছে। এ অবস্থা থেকে পরিত্রান চায় আদর্শনগরবাসী। এ জন্যে এমপি শামীম ওসমানের দ্রুত হস্তক্ষেপ চায় তারা।