বিজয় বার্তা ২৪ ডট কম
দেশব্যাপী বিদ্যুৎতের লোডশেডিং ও জ্বালানি খাতে সরকারের অব্যবস্থাপনাকে দায়ি করে প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠন। রবিবার বিকাল ৩ টায় নারায়ণগঞ্জের প্রাণ কেন্দ্র চাষাঢ়া শহীদ মিনারে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
উক্ত বিক্ষোভ সমাবেশে ভারপ্রাপ্ত আহবায়ক বিএনপি নারায়ণগঞ্জ জেলা মনিরুল ইসলাম রবি’র সভাপতিত্বে ও সদস্য সচিব বিএনপি নারায়ণগঞ্জ জেলা অধ্যাপক মামুন মাহমুদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম মহাসচিব বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি হাবিব-উন-নবী খান সোহেল, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক জাতীয়তাবাদী দল বিএনপি নজরুল ইসলাম আজাদ ও সদস্য জাতীয়তাবাদী দল বিএনপি নির্বাহী কমিটি আজহারুল ইসলাম মান্নান সহ নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, নারায়ণগঞ্জে অনেক ভালো মানুষ, জ্ঞানী মানুষ, শিল্পী সাহিত্যবীদেরা থাকেন। এ শহর শিল্প-শ্রমিকের নগরী, উৎপাদনের নগরী কিন্তু এ নারায়ণগঞ্জ বিশ্বে শিল্প নগরী হিসেবে পরিচিতি পায় না। পরিচয় পায় গডফাদার-গডমাদার নামে। এছাড়া বলেন যাদুঘরের কেয়ারটেকার মনে হয় বিএনপি করে, তাই বিএনপির কথা মতোই মনে হয় লোডশেডিং বের হয়ে আসে। তিনি আরো বলেন তিন বছরে হাজার কোটি টাকা পাচার হয়েছে। সুইজব্যাংকে ও রাখার জায়গা হচ্ছে না বাংলাদেশের চুরি করা টাকা। আওয়ামী লীগের দুর্নীতির প্রমান গ্রামগঞ্জে, শহরে, দেশ-বিদেশের প্রতিটি জায়গায় রয়েছে। এখন তো সবচেয়ে বড় দুর্নীতি হলো ভোট। নিজের ভোট নিজে দিতে পারেন না।
এসময় বিশেষ অতিথি বলেন, কেন্দ্রীয় নিদর্শনা পাওয়া মাত্রই আমরা নারায়ণগঞ্জ জেলা থেকে সকলে একত্রিত হয়ে রাজপথে নামবো ও এই সরকারকে ক্ষমতা থেকে তাড়াবো।
এছাড়া উপস্থিত নেতারা তাদের বক্তব্যে বলেন,এ সরকার বাংলাদেশের মানুষের হাতে হারিকেন ধরিয়ে দিয়েছে। এ সরকার বিদ্যুৎ ও জ্বালানি যে দুর্নীতি শুরু করেছে তার খেসারত এ সরকার কে দিতে হবে। বাংলাদেশের মানুষ এই মাফিয়া সরকারকে পরিবর্তন করতে চায়। এ সরকারের ক্ষমতায় থাকার কোন অধিকার নেই। এই সরকারের অব্যবস্থাপনায় দেশ ধীরে ধীরে শ্রীলংকার দিকে এগিয়ে যাচ্ছে। বক্তৃতারা সরকারকে উদ্দেশ্য করে আরো বলেন এখনো সময় আছে আপনি বিএনপি চেয়ারপার্সনের কাছ থেকে উপদেশ নিন, তা না হলে দেশকে ঠিক করতে পারবেন না। তারা আরো বলেন বিএনপির নেতা কর্মীরা অনেক শক্তিশালী আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। আবারো বলছি অবিলম্বে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন ও তারেক জিয়াকে অবিলম্বে দেশে আসতে দিন।
উক্ত বিক্ষোভ সমাবেশের সভাপতি ভারপ্রাপ্ত আহবায়ক বিএনপি নারায়ণগঞ্জ জেলা মনিরুল ইসলাম রবি বলেন, বাংলাদেশের ২ কোটি মানুষ কম হয়ে গেছে এটা হলো গরম খবর। আমাদের লক্ষ লক্ষ নেতা কর্মী নাই হয়ে গেছে তা এবারের জনশুমারীতে উঠে এসেছে। সবকিছুর মতোই এবারের জনশুমারী থেকে বিএনপি নেতাকর্মীদের বাদ দেয়া হয়েছে। কারেন্ট চলে গেলে কি হয়? সব কালা কালা হয়ে যায়। তাই বলছি কারেন্ট চলে গেলেই আমাদের সাথে আসেন একসাথে রাজপথে নেমে এ সরকার কে হটাতে হবে।
বিক্ষোভ সমাবেশ সফল করার জন্য দলে দলে নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা বিভিন্ন শ্লোগান দিয়ে বিক্ষোভ মিছিল করে উক্ত সমাবেশে যোগদান করেন।