স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি আছে বলে সংসদে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
মঙ্গলবার দশম জাতীয় সংসদের নবম অধিবেশনে কক্সবাজার-৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের প্রশ্নের জবাবে এ তথ্য জানান তিনি।
সর্বশেষ তথ্য অনুসারে গত ২৪ জানুয়ারি ২০১৬ তারিখ পর্যন্ত দেশের কারাগারগুলোতে ৬৯ হাজার ৭৭৪ জন বন্দি আছে। বর্তমানে কারাগারসমূহের বন্দি ধারণের ক্ষমতা ৩৪ হাজার ৭৯৬ জন।
উত্তরোত্তর বন্দি সংখ্যা বৃদ্ধির পরিপ্রেক্ষিতে কারাগারে বন্দি ধারণক্ষমতা ৮০ হাজার হওয়া উচিৎ বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী।
নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার অপর এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বিদেশে বাংলাদেশি দূতাবাস থেকে পাওয়া তথ্য অনুসারে, বিভিন্ন দেশে আটক ও বিচারাধীন বাংলাদেশি নাগরিকের সংখ্যা ১৩ হাজার ২৪ জন। তবে আরো কিছু বাংলাদেশি নাগরিক বিভিন্ন দেশের কারাগারে আটক থাকতে পারেন। এ বিষয়ে দূতাবাসগুলো সংশ্লিষ্ট দেশের সরকারের সঙ্গে প্রয়োজনীয় যোগাযোগের মাধ্যমে হালনাগাদ তথ্য সংগ্রহের চেষ্টা করছে।