বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগে ৪ তরুণ গ্রেফতার করেছে পুলিশ।
আজ বৃহষ্পতিবার দুপুরে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন পুলিশ। এর আগে বুধবার দিবাগত রাতে তাদের গ্রেফতার করা হয় বলে জানান সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান।
গ্রেফতারকৃতরা হলেন- নাঈম (১৯), যুবরাজ (১৯), দিপু (২০) ও পিয়াস (২০)।
পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে গ্রেফতার চারজনসহ পাঁচজনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন ভুক্তভোগী স্কুল ছাত্রীর বাবা। এই মামলায় রোহান নামে আরেক তরুণ পলাতক রয়েছে বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে ওসি জানান, ভুক্তভোগী কিশোরী স্থানীয় একটি মাধ্যমিক স্কুলের নবম শ্রেণির ছাত্রী। নাঈম নামে গ্রেফতার তরুণের সাথে তার পরিচয় ছিল। গত ২৯ জুন নাঈম ওই স্কুল ছাত্রীকে সিদ্ধিরগঞ্জের গোদনাইল তাতখানা সৈয়দপুর এলাকার রোহানদের দ্বিতীয় তলা বাড়ির ছাদে ডেকে নেয়। এই সময় নাঈমসহ বাকি চার বন্ধু ওই কিশোরীকে দলবদ্ধভাবে ধর্ষণ করে এবং কাউকে জানাতে তাকে ভয়ভীতি দেখায়। ঘটনার পর ‘ভয় পেয়ে’ ভুক্তভোগী তরুণী ধর্ষণের বিষয়টি পরিবারের কাউকে জানায়নি। গত বুধবার বাবা-মাকে বিষয়টি জানালে তারা থানায় এসে রাতে অভিযোগ করেন। অভিযোগের পরপরই সিদ্ধিরগঞ্জের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত চারজনকে গ্রেপ্তার করা হয়। মামলার পর ভুক্তভোগী তরুণীর স্বাস্থ্যগত পরীক্ষার জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা।