বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় রূপগঞ্জ প্রিমিয়ার লীগ সিজন-১ ডে-নাইট ফুটবল টুর্নামেন্টের শুভ উদ্বোধন করা হয়েছে। ২৭ মে শুক্রবার রাত ৮টার দিকে উপজেলার রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে এ অনুষ্ঠান হয়। রূপসী ইসলামিয়া দাখিল মাদ্রার সভাপতি ও সংবাদ চর্চা পত্রিকার প্রকাশক ও সম্পাদক আব্দুল্লা খান মুন্নার সভাপতিত্বে খেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাদ্রাসার সাবেক সভাপতি আবুল হাসনাত হাসু সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য শহীদুল ইসলাম ভুইয়া, মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার জহিরুল ইসলাম, কাউন্সিলর আক্তার হোসেন মোল্লা, মাদ্রাসার প্রতিষ্ঠাতা সদস্য সামসুদ্দীন ভুইয়া, রূপগঞ্জ উপজেলা আওয়ামী লীগ নেতা হাবিবুর রহমান, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহীন, রূপগঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি মাহবুবুর রহমান মেহের, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক নাইম ভুইয়া, যুবলীগ নেতা আজাবুর রহমান, তারাবো পৌরসভা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক মেহদী হাসান বাবেল প্রমুখ।
খেলায় রূপগঞ্জ সানফ্লাওয়ার স্পোর্টিং ক্লাব রূপসী স্পোর্টিং ক্লাবকে ৩-০ গোলে হারিয়ে জয় লাভ করে।