বিজয় বার্তা ২৪ ডট কম
“একটু হাসি ফোটাবার চেস্টায়, পাশে আছি – লিজেন্ড বাংলাদেশে”এই স্লোগানকে সামনে রেখে, এস এস সি ২০০০ এবং এইচ এস সি ২০০২ (লিজেন্ড বাংলাদেশ) নারায়ণগঞ্জ জেলার অহায়দের জন্য কাজ করে চলেছেন। যুবকদের নিয়ে এই গ্রুপটি দুই জন দুস্থ মহিলাকে স্বাবলম্বী হওয়ার জন্য সেলাই মেশিন প্রদান করেছেন। এছাড়া ঈদ উপলক্ষে ১৬০ টি পরিবারের মাঝে ঈদ উপহার সামগ্রী (চাল,ডাল, তেল,চিনি, সেমাই,আলু,পিয়াজ ইত্যাদি) বিতরন করেন তারা। সব সময় অসহায় মানুষের পাশে থাকার অঙ্গিকার বদ্ধ করেন এই সংগঠনটি। নারায়ণগঞ্জ বন্ধুদের আর্থিক সহায়তায় এই আয়োজন টি সফল ভাবে সম্পন্ন করা হয়।
বিতরণকালে উপস্তিত ছিলেন লিজেন্ড বাংলাদেশে গ্রুপের মডারেটর দিনা আমিন, গ্রুপের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি শইলেন বিশ্বাস, রাকিবুল হাসান রিপন, ডাঃ আমির হোসেন, ইভান আহমেদ ইকবাল।। আরো উপস্থিত ছিলেন গ্রুপের সদস্য বাবুল হোসেন, রিয়েন রাসেল, পারভেজ, ইউসুফ, হাজেরা ইলা, ইরানা জামান, হাবিব পাঠান, জাহাঙ্গীর সহ আরো অনেকে।