বিজয় বার্তা ২৪ ডট কম
সদ্য বিদায়ী চেয়ারম্যান আনোয়ার হোসেন নারায়ণগঞ্জ জেলা পরিষদে প্রশাসক হিসেবে দায়িত্ব পেতে যাচ্ছেন। সারা দেশে জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। তাদের নিয়োগের প্রজ্ঞাপন আজ জারি করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মো. তাজুল ইসলাম সরকার। এতে বলা হয়েছে, সদ্য বিদায়ী জেলা পরিষদের চেয়ারম্যানদের প্রশাসক পদে নিয়োগ দেওয়া হয়েছে। নতুন জেলা পরিষদের প্রশাসকদের একটি তালিকাও প্রকাশ করা হয়েছে প্রজ্ঞাপনে। স্থানীয় সরকার সচিব হেলালুদ্দীন আহমেদ প্রজ্ঞাপনের কথা নিশ্চিত করেছেন।গত ২৩ জানুয়ারী নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে আনোয়ার হোসেন’র ৫ বছর দায়িত্ব পালন শেষ হয়। এর আগে তিনি গত ২০১৬ সালের ২৮ ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়।পরে ২০১৭ সালের ২৩ জানুয়ারী শপথের মধ্য দিয়ে দায়িত্ব গ্রহন করেন তিনি বর্তমানে তিনি নারায়ণগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছেন।
উল্লেখ্য, গত চলতি বছরের ১৭ এপ্রিল নারাণয়গঞ্জ সহ সারা দেশের জেলা পরিষদের চেয়ারম্যানদের পদ বিলুপ্ত ঘোষনা করা হয়। সেদিন থেকে স্থানীয় সরকার বিভাগ
প্রজ্ঞাপনের মধ্য দিয়ে জেলা পরিষদের সকল প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা পরিচালনার জন্য প্রধান নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তাদের দায়িত্ব দেওয়া হয়।