বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে গোসল করতে গিয়ে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে সিদ্ধিরগঞ্জের সুমিলপাড়া রেললাইন এলাকায় এ ঘটনা ঘটে।
মৃতরা হলো- ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুর এলাকায় জয়নাল আবেদীনের মেয়ে ঝুমুর ও বরগুনার আমতলী উপজেলার আম্বরগাছিয়া এলাকার রুবেলের ছেলে আব্দুল্লাহ। তবে তাদের পরিবার সুমিলপাড়া এলাকার মঞ্জুরের বাড়িতে ভাড়া থাকে। তাদের মা-বাবা পোশাক কারখানায় কাজ করেন।
স্থানীয়দের বরাত দিয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান জানান, দুপুর ১টার দিকে গোসল করতে যায় ঝুমুর ও আব্দুল্লাহ। একপর্যায়ে তারা পুকুরে ডুবে যায়। পরে বিষয়টি দেখে দুই শিশুকে উদ্ধার করেন এক প্রতিবেশী। এরপর তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জের খানপুর হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।