বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে র্যাবকে উৎকোচ প্রদানের চেষ্টাকালে একজনসহ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
গভীর রাতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন মিঠাবো ফকিরপাড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩২ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী ১। মোঃ মাইন ফকির বাবু (৩০), পিতা- মোঃ বুলবুল ফকির, সাং-মিঠাবো ফকিরপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ২। মোঃ কাজী দীপু (৩২), পিতা- মৃত কাজী আক্কাছ উদ্দিন কিরণ, সাং- পোড়াবো, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ, ৩। মোঃ আমিরুল ইসলাম সজীব (৩৮), পিতাঃ মোঃ তাজুল ইসলাম, সাং- মিঠাবো ফকিরপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ ও ৪। মোঃ লিমন ভ‚ঁইয়া (৩২), পিতা- মৃত মনজুর মোর্শেদ, সাং-মিঠাবো, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ’দের গ্রেফতার করে। সে সময় মাদক ব্যবসায়ী মোঃ আমিরুল ইসলাম সঞ্জীব (৩৮)’কে আইনের আওতায় না নেওয়ার জন্য এবং বিষয়টি গোপন রাখার জন্য মোঃ আনিছুর রহমান (৩২), পিতা- হাজী হারুন অর রশিদ, সাং- হাটাব, থানা- রপগঞ্জ, জেলা-নারায়ণগঞ্জ র্যাব সদস্যদের তাৎক্ষনিক নগদ ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা উৎকোচ প্রদানের চেষ্টা করে। ফলশ্রæতিতে উৎকোচের টাকাসহ মোঃ আনিছুর রহমান (৩২)’কে র্যাব সদস্যরা গ্রেফতার করে।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায়, গ্রেফতারকৃতরা সংঘবদ্ধ মাদক ব্যবসায়ী চক্রের সক্রিয় সদস্য। তারা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল সংগ্রহ করে এবং নারায়ণগঞ্জ ও এর আশে পাশের এলাকায় ক্রয়-বিক্রয় করে আসছিল। মাদকের করাল গ্রাস হতে সমাজকে মুক্ত করতে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী ও র্যাবকে উৎকোচ প্রদানের চেষ্টায় লিপ্ত আসামীর বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানায় পৃথক মামলা দায়ের এর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।