বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক মুরগী ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি সংঘটিত হয়েছে। ডাকাতদল বাড়ির গৃহকর্তাসহ সকলকে হাত-পা বেঁধে ও পিটিয়ে আহত করে ৫লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে যায়।
জানাযায়, বুধবার (৬ এপ্রিল) দিবাগত রাত ১টার দিকে উপজেলার আড়াইহাজার পৌরসভাধিন থানা সংলগ্ন নোয়াপাড়া গ্রামে মুরগী ব্যবসায়ী বিল্লাল হোসেনের বাড়িতে ২৫/৩০ জনের একদল ডাকাত হানাদেয়। তারা একতলা ভবনের লোহার কেচি গেইটের তালা কেটে ভিতরে প্রবেশ করে। পরে তারা গৃহকর্তা বিল্লাল হোসেন,তার স্ত্রী রাহিমা বেগম ও দুই পুত্র বদরুজ্জামান ডালিম ও রমজানকে ধারালো অস্ত্রের ভয় দেখাইয়া তাদের পিটিয়ে আহত করে। পরে তাদের হাত-পা বেঁধে ষ্টিলের আলমারি, সুকেস ভেঙ্গে নগদ ২লক্ষ টাকা ও সাড়ে চার ভরি ওজনের স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। গৃহকর্তার স্ত্রী রাহিমা বেগম জানান,ডাকাতরা চারটি কক্ষে প্রবেশ করে সকল মালামাল তছনছ করে টাকা,স্বর্ণ ও ২টি মোবাইল সেট নিয়ে যায়। তারা রান্না ঘরে ঢুকে ফ্রিজ খুলে মিষ্টির প্যাকেট থেকে প্রায় ২ কেজি মিষ্ট নিজেরা মিলে খায় এবং বিভিন্ন ফলগুলো নিয়ে যায়।
গৃহকর্তা বিল্লাল হোসেন জানান, ডাকাতদের মুখোশ পড়া ও তাদের হাতে বড় ছোরা ও শাবল ছিল। ডাকাতরা ঘন্টা ব্যাপী ডাকাতি করার পর তাদের কক্ষ হতে বের হয়ে সিএনজি যোগে চলে যায়। রাতে খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেন।
আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ আনিচুর রহমান মোল্লা ডাকাতির সত্যতা স্বীকার করে জানান,ঘটনার পর আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। ডাকাতদের গ্রেফতারে চেষ্টা চলছে।