বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ একেএম শামীম ওসমান বলেছেন, আমি কমিটির রাজনীতি করি না, পদপদবীকে কেয়ার করি না। আমি ওই রাজনীতি পছন্দ করি না। আমি রাজনীতি বলতে একটাই কথা বুঝি, রাজনীতি যাকে বলে আমি মনে করি যার সত্য কথা বলার সাহস আছে। আমি সাংবাদিকতা একটাই কথা বুঝি যে সৎ সাংবাদিক যার সত্য কথা লেখার সাহস আছে তারই সাংবাদিকতা করা উচিত। রাজনীতি তারই করা উচিত যে দাড়িয়ে যেকোন অবস্থায় সত্য কথা বলার সাহস রাখে।
শনিবার (১২ মার্চ) বন্দর খানবাড়ি মোড়স্থ বন্দর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে কর্মী সভায় তিনি এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, নিজেকে ওই ভাবে গড়ে তুলে নাটক না করে উপরে এক রুপ ভিতরে আরেক রুপ নেই তাদের রাজনীতি করা উচিত আমি মনে করি। কিন্তু বাস্তবতা বলতে শুধু বাংলাদেশে না নারায়ণগঞ্জে রাজনীতি অনেক কঠিন হয়ে গেছে। ত্যাগী নেতাকর্মীরা শুধু আওয়ামী লীগের নয় সব দলের ভিতরেই তারা অবহেলিত।
শামীম ওসমান আরও বলেন, নারায়ণগঞ্জে খন্দকার মোশতাকের বংশধররা এখন দ্রুত অনেকটাই এগিয়ে চলছে কারণ একটা প্লাটফর্ম তৈরি করার জন্য। সেই প্লাটফর্ম টা ঢাকা খুব কাছে নারায়ণগঞ্জ এটাই সব চেয়ে বড় সমস্যা। বঙ্গবন্ধু বলেছিলের বাংলাদেশে যেকোন আন্দোলনে, যেকোন অধিকার আদায়ের সংগ্রামে নারায়ণগঞ্জ সেটা ভুমিকা রেখেছে।
বন্দর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এ রশিদের সভাপতিত্বে কর্মী সমাবেশে উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা, যুগ্ম সাধারণ সম্পাদক জিএম আরমান, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এহসানুল হাসান নিপু, শেখ সাফায়েত আলম সানি, বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাজিম উদ্দিন, মহানগর স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি জুয়েল হোসেন, সাধারণ সম্পাদক সাইফুউদ্দিন আহমেদ দুলাল প্রধান, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি আজিজুল হক আজিজ ও সাধারণ সম্পাদক রাফেল প্রধান, মহানগর মহিলা আওয়ামী লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতি, কলাগাছিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান দেলোয়ার হোসেন প্রধান, বন্দর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এহসান উদ্দিন আহমেদ, ধামগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল হোসেন, মদনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম এ সালাম।