বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে মো. রুবেল হোসেন নামে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার সন্ধ্যায় সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দফতর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। এর আগে রোজ মঙ্গলবার দুপুরে আটি সিদ্ধিরগঞ্জ এলাকার হিউম্যান ডেভেলপম্যান্ট অর্গানাইজেশন মা ও শিশু স্বাস্থ্য সেবা কেন্দ্র থেকে তাকে আটক করা হয়।
আটক মো. রুবেল হোসেন ফরিদপুরের কোতোয়ালির গোয়ালেরটিলা এলাকার মো. ইউনুস শেখের ছেলে।
বিজ্ঞপ্তিতে র্যাব-১১’র মিডিয়া কর্মকর্তা মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, আটক ব্যক্তি বিএমডিসি কর্তৃক নিবন্ধনধারী ডাক্তার না হয়েও নিজেকে চক্ষু বিষয়ক বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে পরিচয় দিয়ে এবং নিজের নামে সিলমোহর, ভিজিটিং কার্ড বানিয়ে দীর্ঘদিন যাবৎ রোগী দেখে প্রতারণা করে আসছিল।
এ সময় তার কাছ থেকে তার নাম (ডা. মো. রুবেল হোসেন) সম্বলিত সিল, ভিজিটিং কার্ড ও প্রেসক্রিপশনসহ বিভিন্ন চিকিৎসা সামগ্রী উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।