বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক ৪ আসামীকে গ্রেফতার করেছে র্যাব-১১।
রাতে থানাধীন গঙ্গানগর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, ১। মোঃ নজরুল ইসলাম (৫০), পিতা- মৃত চাঁন মিয়া, ২। মোঃ মিথুল @ মৃদুল (১৮), পিতা- মোঃ নজরুল ইসলাম, ৩। মোছাঃ সামছুন্নাহার (৪০), স্বামী- মোঃ নজরুল ইসলাম, ৪। মোছাঃ নুপুর আক্তার (২০), পিতা- মোঃ নজরুল ইসলাম, সর্বসাং- গঙ্গানগর, পোঃ মুড়াপাড়া, থানাঃ রূপগঞ্জ, জেলাঃ নারায়ণগঞ্জ।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার সহকারী পরিচালক মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, ধৃত ব্যক্তিগণ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। মামলা হওয়ার পর থেকে সে গা-ঢাকা দিয়ে কৌশলে বিভিন্ন এলাকায় পালিয়ে বেড়াচ্ছিল। এরই প্রেক্ষিতে গোয়েন্দা নজরদারী ও গোপন অনুসন্ধানের মাধ্যমে র্যাব-১১ এর একটি বিশেষ আভিযানিক দল কর্তৃক অভিযুক্ত আসামীর অবস্থান সনাক্ত করে ২৬ জানুয়ারি ২০২২ খ্রিষ্টাব্দ বিকালে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানাধীন গঙ্গানগর এলাকা হতে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে সংশ্লিষ্ট মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।