বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের দক্ষিণ সানারপাড় এলাকায় ব্যাডমিন্টন টুর্নামেন্টের পুরস্কার বিতরণ ও বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান করা হয়েছে৷ শনিবার (২৫ ডিসেম্বর) রাতে হাজী আব্দুল কাদির মোল্লা স্মৃতি স্মরণে এ আয়োজন করা হয়৷
মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক মহিউদ্দিন মোল্লার সভাপতিত্বে উপস্থিত ছিলেন নাসিকের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী কাউন্সিলর মাকসুদা মোজাফফর, ৩ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক আক্তার হোসেন মোল্লা, লিথী অ্যাপারেলসের পরিচালর নূরে আলম প্রিন্স, বায়তুল জান্নাত জামে মসজিদের সভাপতি মজিবুর রহমান প্রমুখ৷
অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক থেকে মুক্ত রাখে৷ খেলাধুলা শরীর ও মনকে সজীব রাখে৷ তরুণ সমাজের জন্য দক্ষিণ সানারপাড় স্পোর্টিং ক্লাব সবসময় কাজ করে৷ তাদের মাদক থেকে দূরে রাখতে এমন আয়োজন আরও প্রয়োজন৷ এই অনুষ্ঠানে একাত্তরের রণাঙ্গনের বীর সেনাদের সম্মাননার মাধ্যমে নিজেরাও সম্মানিত হলাম৷ তাদের আত্মত্যাগের বিনিময়েই এ দেশ আমরা পেয়েছি৷ তাদের প্রতি সশ্রদ্ধ সালাম৷
দক্ষিণ সানারপাড় স্পোর্টিং ক্লাবের আয়োজনে গত ৪ ডিসেম্বর ব্যাডমিন্টন টুর্নামেন্ট শুরু হয়৷ শনিবার রাতে ফাইনাল ম্যাচে ‘লাল সবুজ’ দলকে পরাজিত করে বিজয়ী হয় ‘এ এস স্পোর্টিং ক্লাব’৷ অতিথিরা বিজয়ী ও পরাজিত দলকে অভিনন্দন জানিয়ে পুরস্কৃত করেন৷