বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে চোরাকারবারী চক্রের দুই সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় ১০৭টি অবৈধ ভারতীয় মোবাইল উদ্ধার ও প্রাইভেটকার জব্দ করা হয়েছে।
সকালে থানাধীন শিমরাইল এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে সরকারি শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় মোবাইল চোরাচালানের সাথে জড়িত ০২ জন চোরাকারবারী’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলোঃ ১। মোঃ হৃদয় (২৯) এবং ২। মোঃ ইউনুস ফকির (৩৫)। এ সময় তাদের হেফাজতে থাকা ভারতীয় রেডমি ব্র্যান্ডের ১০৭টি মোবাইল এবং অবৈধভাবে ভারতীয় মোবাইল পরিবহনের কাজে ব্যবহৃত ০১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার এএসপি মোঃ রিজওয়ান সাঈদ জিকু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আসামী মোঃ হৃদয় নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন গোদনাইল এলাকার মৃত মোক্তার হোসেন এর ছেলে এবং অপর আসামী মোঃ ইউনুস ফকির বরিশাল জেলার উজিরপুর থানাধীন কাজিরা এলাকার কাশেম আলী ফকিরের ছেলে। গ্রেফতারকৃত আসামীরা আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য পরষ্পর যোগসাজশে দীর্ঘদিন যাবৎ সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে ভারত হতে চোরাই পথে অভিনব কায়দায় ভারতীয় মোবাইল পাচার করে নিয়ে এসে নারায়ণগঞ্জ, ঢাকা ও আশপাশের এলাকায় ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। চোরাকারবারীদের বিরুদ্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।