বিজয় বার্তা ২৪ ডট কম
আঞ্জুমানে খাদেমুল ইসলাম দাফন কমিটির প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম নূর উদ্দিন সরদার ও মরহুম জালাল উদ্দিন সরদার স্মরণে বিনামূল্যে সুন্নতে খাতনা অনুষ্ঠিত করা হয়েছে।
শনিবার সকাল ৮ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত সরদারপাড়া গাের কমিটির উদ্যোগে ও সরদারপাড়া সমাজ উন্নয়ন পরিষদের আয়োজনে সুন্নতে খাতনা শেষে শিশুদের মাঝে লুঙ্গি,গেঞ্জি, পাঞ্জাবী, নগদ অর্থ ও মেডিসিন বিতরণ করা হয়।
অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সরদারপাড়া সমাজ উন্নয়ন পরিষদের সভাপতি মো.জসিমউদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন সরদারপাড়া গাের কমিটির উপদেষ্টা মাহাল উদ্দিন মালু, সরদারপাড়া গাের কমিটির উপদেষ্টা হাজী সেলিম খান, বিশিষ্ট সমাজ সেবক মােঃ ইরান। এসময় সরদারপাড়া গাের কমিটির সভাপতি ইছাল উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ও যুবলীগ নেতা আমির হোসেনের সার্বিক তত্ত্বাবধানে ও সরদারপাড়া গাের কমিটির সাধারণ সম্পাদক হোসেন সরদারের শুভেচ্ছান্তে আরো উপস্থিত ছিলেন,
সরদারপাড়া গাের কমিটির উপদেষ্টা আব্দুল করিম খানপুরি, হােসেন সর্দার, মন্তাজ উদ্দিন সর্দার, মারফত আলী, মােঃ বাবুল মিয়া, মােঃ শারজাহান মিয়া,
সরদারপাড়া গাের কমিটি সহ সভাপতি হাজী হেদায়েত উল্লাহ খান, সহ সাধারণ সম্পাদক মােঃ আনােয়ার হােসেন বুলু, বিশিষ্ট সমাজ সেবক মােঃ সামসুদ্দিন সর্দার, মােঃ হাফিজ উদ্দিন, হাজী নাজির হােসেন, মােঃ কুদুস মিয়া, মােঃ আলাউদ্দিন শেখ, মােঃ অসিম উদ্দিন, মােঃ জসিম উদ্দিন চঞ্চল,মােঃ রহমত আলী, মােঃ আলিম উদ্দিন, মােঃ সাইজুদ্দিন, মােঃ সামসুল আল, মােঃ ইলিয়াছ প্রমূখ।