বিজয় বার্তা ২৪ ডট কম
বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আগামীকাল ৩ ডিসেম্বর’২১ বিকাল ৩টায় নারায়ণগঞ্জ আলী আহমেদ নগর পাঠাগার ও মিলনায়তনের (বি.বি.রোড) সামনে বাসদের জেলা সম্মেলন অনুষ্ঠিত হবে ।
সম্মেলন উদ্বোধন করবেন কেন্দ্রীয় বাম জোটের শীর্ষ নেতা ও বাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা জননেতা কমরেড খুলেকুজ্জামান।
বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাসের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখবেন বাসদের কেন্দ্রীয় নেতা কমরেড বজলুর রশিদ ফিরোজ, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ১৫নং ওয়ার্ড কাউন্সিলর অসিত বরণ বিশ্বাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের জেলা সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট জেলা সভাপতি সেলিম মাহমুদ প্রমুখ।
বাসদ নারায়ণগঞ্জ জেলার সমন্বয়ক কমরেড নিখিল দাস বাসদের জেলা সম্মেলনে অংশ নিতে নারায়ণগঞ্জের সর্বস্তরের জনগণের প্রতি আহ্বান জানান