আন্তর্জাতিকডেস্ক,বিজয় বার্তা ২৪
গোপন তথ্য ফাঁস করে বিশ্বে সাড়া জাগানো মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ’র প্রাক্তন কর্মী এডওয়ার্ড স্নোডেনের নাম এবারও নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায় এসেছে। এছাড়া তালিকায় আরও রয়েছেন, কলম্বিয়ায় শান্তি আলোচনায় ভূমিকা রাখা আলোচকরা এবং সিরিয়ার শরণার্থীদের প্রতি সহায়তার হাত বাড়ানো গ্রিক দ্বীপবাসী।
২০১৪ সালে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনীতদের তালিকায়ও স্নোডেনের নাম ছিল। তবে যৌথভাবে পুরস্কারটি পেয়েছিলেন পাকিস্তানের মানবাধিকার কর্মী মালালা ইউসুফ জাই এবং ভারতের শিশু অধিকার কর্মী কৈলাশ সত্যার্থী ।
সোমবার শেষ হয়েছে ২০১৬ সালের শান্তিতে নোবেল পুরস্কারের জন্য মনোনীতদের নাম প্রস্তাব করার সময়। শেষ দিনেই সংবাদ সম্মেলনে স্নোডেনকে তালিকার শীর্ষে রাখার আভাস দিয়েছেন ‘পিস রিসার্চ ইন্সটিটিউটের’ প্রধান ক্রিস্টিয়ান বার্গ হার্পভিকেন।
নোবেল পর্যবেক্ষকদের ধারণা এবার ইরানের পারমাণবিক চুক্তির আলোচকরাও এ পুরস্কার জয়ের দৌড়ে থাকছেন । গত বছর ‘তিউনিশিয়ান ন্যাশনাল ডায়লগ কোয়ার্টেট’ বিস্ময়করভাবে নোবেল শান্তি পদক পাওয়ায় এবার সে সম্ভাবনা জোরাল হয়েছে।
অসলোয় বার্তা ক্রিস্টিয়ান বার্গ বলেন, ‘২০১৬ সাল শেষ পর্যন্ত এডওয়ার্ড স্নোডেনের বছরই হতে পারে। এখন তার ফাঁস করা তথ্যের ইতিবাচক প্রভাব পড়ছে।
তিনি বলেন, ২০১৩ সালে স্নোডেন বিশ্বব্যাপী যুক্তরাষ্ট্র সরকারের নজরদারির কথা ফাঁস করায় অনেক দেশ এখন তাদের গোয়েন্দা তথ্য সংগ্রহের বিষয়ে তাদের আইন সংশোধন করছে। এতে করে মানবাধিকার রক্ষা হচ্ছে।
গোপন তথ্য ফাঁসের অভিযোগে যুক্তরাষ্ট্র স্নোডের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে। ২০১৩ সাল থেকে স্নোডেন রাশিয়ার আশ্রয়ে রয়েছেন। স্নোডেন নোবেল শান্তি পদক পেলে সেটা ওবামা প্রশাসনের জন্য কঠোর তিরস্কারই হবে বলে মনে করা হচ্ছে।