বিজয় বার্তা ২৪ ডট কম
আজ ঈদ উল ফিতর। হাজার হাজার মুসল্লীদের সমাগমে নারায়ণগঞ্জে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে ঈদুল ফিতরের প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার নারায়ণগঞ্জের জামতলা কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৭টায় শুরু হয়ে ৭টা ৫০ মিনিটে নামায শেষ হয়।
কেন্দ্রীয় ঈদগাহে ইমামতি করেন নারায়ণগঞ্জ বিশ্ববিদ্যালয় কলেজের ইসলামিক স্টাডিজ বিভাগের প্রধান ও সহকারী অধ্যাপক ড. ইব্রাহীম আজাদ সিরাজী।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. আনিছুর রহমান মিঞা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গাউছুল আজম, রাজনীতিবিদ সহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ এতে অংশ নেন।
নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর সুখশান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনাজাত করা হয়।