বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার মাছিমপুর এলাকায় আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে আব্দুর রশিদ নামে এক যুবক নিহত হয়েছে। শনিবার রাতে সাড়ে ৮টায় এ ঘটনা ঘটে। সে ওই এলাকার জলিল মিয়ার ছেলে এবং স্থানীয় যুবলীগ নেতা তাওলাদ হোসেনের শ্যালক।
স্থানীয়দের সুত্রে জানা গেছে, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ভিপি সোহেল ও যুবলীগ নেতা তাওলাদ গ্রুপের দীর্ঘদিন যাবত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরেই তাদের মধ্যে ঝামেলা চলছিল। রাতে গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তার ও আসন্ন ইউপি নির্বাচনকে কেন্দ্র করে বাকবিতন্ডার ঘটনা ঘটে। এক পর্যায়ে দেশীয় অস্ত্র ও আগেয়াস্ত্র নিয়ে দু’গ্রুপ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে গুলি বিনিময়ের মাঝে পড়ে গুলিবিদ্ধ হয়ে রশিদ নিহত হন।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সাঈদ জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারে অভিযান চলছে।