বিজয় বার্তা ২৪ ডট কম
ইউপি নির্বাচনে বিশৃংখলাকারীদের কোন প্রকার ছাড় দেয়া বলে বলে হুশিয়ারী দিয়েছেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ।
বুধবার (০৩ নভেম্বর) সকালে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলা অডিটোরিয়ামে ইউপি নির্বাচনে প্রার্থীদের সঙ্গে প্রশাসনের মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুশিয়ারী দেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম (পিপিএম বার) বলেন, নির্বাচন নির্বাচনের মতো হবে। গ্রহন যোগ্য নির্বাচন করার জন্য যা করতে হবে তাই করা হবে। নির্বাচনী এলাকায় বহিরাগতদের অনুপ্রবেশ ও অবৈধ অস্ত্রের ব্যবহার বন্ধে আইনশৃংখলা বাহিনী এখন থেকেই কাজ করছে।
রূপগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শাহ নুসরাত জাহানের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মতিয়ুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মাহাবুবুর রহমান, রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ।
এসময় ভোলাব ইউনিয়ন পরিষদে আওয়ামীলীগ মনোনিত নৌকা প্রতিক প্রার্থী অ্যাড. তায়েবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী (আনারস) বর্তমান চেয়ারম্যান আলমগীর হোসেন টিটু, কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের নৌকা প্রতিক প্রার্থী জাহেদ আলী, বিদ্রোহী প্রার্থী (আনারস) মিজানুর রহমান মিজান, স্বতন্ত্র প্রার্থী (চশমা) অ্যাড. গোলাজার হোসেনসহ মেম্বার প্রার্থীরা উপস্থিত প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের কাছে নানা অভিযোগ তুলে ধরেন।
উল্লেখ্য, আগামী ১১ নভেম্বর রূপগঞ্জ উপজেলায় ৫টি ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। ভোলাব ইউপি ও কায়েতপাড়া ইউপি ছাড়া বিনাপ্রতিদ্বন্ধিতায় গোলাকান্দাইল ইউপিতে চেয়ারম্যান হিসেবে কামরুল হাসান তুহিন, ভুলতা ইউপিতে ব্যারিষ্টার আরিফুল হক ভুইয়া ও মুড়াপাড়া ইউপিতে তোফায়েল আহাম্মেদ আলমাছ বে-সরকারী ভাবে নির্বাচিত হয়েছেন।