বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে গতকাল বুধবার সকালে কুড়িল-গাউছিয়া সড়কে বিআরটিসির আর্টিকুলেটেড নতুন বাস সার্ভিসের শুভ উদ্বোধন করা হয়। বিআরটিসি গাজীপুর ডিপোর ডি.জি.এম (ট্রেনিং ইনস্টিটিউট) ফাতেমা বেগম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, মোঃ তাজুল ইসলাম (অতিরিক্ত সচিব) ও চেয়ারম্যান বিআরটিসি । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কর্নেল মোঃ জাহিদ হোসেন পরিচালক কারিগরি বিআরটিসি, মেজর মোক্তারুজ্জামান জিএম ম্যানেজার, ম্যানেজার অপারেশন গাজীপুর বাস ডিপো মোঃ বিআরটিসির সহায়ক মোঃ জিল্লুর রহমান প্রমুখ।
প্রধান অতিথি মোঃ তাজুল ইসলাম তার বক্তব্যে বলেন মহামারী করোনাকালীন সময়ে গাড়ি বন্ধ থাকা সত্বেও চালক ও হেলপারদের বেতন ভাতা দেওয়া হয়েছে। চালক ও হেলপারদের উদ্দেশ্য করে তিনি বলেন গাড়ির চাকা ঘুরলে আমাদের পেটে ভাত আসবে। গাড়ির যতœ নিতে হবে। গাড়ী বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো। পরে আর্টিকুলেটেড ননএসি ২টি নতুন বাসের আনুষ্ঠানিক উদ্ধোধন করা হয়েছে