বিজয় বার্তা ২৪ ডট কম
আমাদের ক্ষমতা এতো কোনো ক্যান্ডিডেট মাঠে থাকতে পারবে না। কেউ একটা ভোট চাইতে সাহস পাবেনা বলে মন্তব্য করেছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক ও মেম্বার প্রার্থী নজরুল ইসলাম নজু।
কুতুবপুরে প্রতিপক্ষ প্রার্থীর নাম উচ্চারণ করে তাকে জুতাপেটা করার আহ্বান জানিয়েছেন কুতুবপুর ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম নজু। গত ৩০ অক্টোবর (শনিবার) নিজ কার্যালয়ের সামনে এক নির্বাচনী সমাবেশে নজু নিজেকে বেশ ক্ষমতাবান বলেও উল্লেখ করেন। তার এমন বক্তব্য বেশ আলোচিত হচ্ছে সর্বত্র। ওই বক্তব্যের একটি ভিডিও ক্লীপ এই প্রতিবেদকের হাতে এসে পৌছেছে।
বক্তব্যে নজরুল ইসলামকে বলতে শোনা যায়, ‘কোনো ক্যান্ডিডেট মাঠে থাকতে পারবে না আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়। একটা ভোটও চাইতে পারবে না। আমাদের ক্ষমতা এতো, কিন্তু তা দেখাই না। আন্তরিকভাবে চলি। সবার সাথে মিলেমিশে থাকতে চেষ্টা করি। আপনারা আমাদেরকে রাগান্বিত করবেন না। ৩ নং ওয়ার্ডের মেম্বার প্রার্থী মাসুদ চেয়ারম্যানের বাড়িতে গিয়েছিলো। চেয়ারম্যান তাকে বের করে দিয়েছে, মেরেছে। মাসুদকে চেয়ারম্যান জুতা দিয়ে মেরেছে। জুতার বারি খাওয়া মাসুদ যদি আপনাদের ভোট চাইতে আসে তাহলে জুতা দিয়ে পিটিয়ে ওর চামড়া তুলে ফেলবেন। আমার তো মাথায়ই ধরে না এইসব লোক কীভাবে নির্বাচনে আসে!’
নজরুল মেম্বার প্রার্থীর এমন বক্তব্যকে নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। তারা বলছেন, ‘নির্বাচিত হওয়ার আগেই একজন প্রার্থীর এমন হুমকি আশঙ্কাজনক। যার কাছ থেকে অন্য প্রার্থীরাই নিরাপদ নন, তার কাছে সাধারণ ভোটারেরা কতটুকু নিরাপদ! এমন সন্ত্রাসী মনোভাবের ব্যক্তি পুনরায় জনপ্রতিনিধি হলে এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটবে। একজন প্রার্থীর নাম উচ্চারণ করে এভাবে প্রকাশ্যে কটুক্তি ও হুমকি দেওয়া নির্বাচনী পরিবেশ বিনষ্ট করে। এতে করে নির্বাচনের ভারসাম্য বাধাপ্রাপ্ত হচ্ছে। নজরুল ইসলাম যে ভাষায় বক্তব্য রেখেছেন, তা অনভিপ্রেত, অপ্রত্যাশিত। নির্বাচন কমিশনের উচিত নজরুল ইসলামের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা।
নজরুল ইসলাম নারায়ণগঞ্জ জেলা যুবদলের সহসভাপতি পদে রয়েছেন। আগামী ১১ নভেম্বর কুতুবপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে৷ ৩নং ওয়ার্ডের প্রার্থী নজরুল ইসলাম নজুর বিরুদ্ধে শুরু থেকেই নির্বাচনী মাঠে প্রভাব দেখানোর চেষ্টার অভিযোগ রয়েছে।