বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে ০২ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এসময় গ্রেফতারকৃত আসামীদের হেফাজত থেকে ৭.৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
রাতে থানাধীন সাইনবোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১। মোঃ জসিম (৩৫), পিতা- মৃত আসমত আলী, সাং- ভিয়েরা, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর এবং ২। মোঃ স্বপন মিয়া (২৪), পিতা- মৃত লোকমান মিয়া, সাং- ভিয়েরা, থানা- কচুয়া, জেলা- চাঁদপুর কে গ্রেফতার করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ল নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোড এর উত্তর পার্শ্বে ঢাকা হতে চট্টগ্রামগামী মহাসড়কের গ্রীন লাইন (প্রাঃ) লিঃ বাস কাউন্টার এলাকায় উপস্থিত হয়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে কতিপয় ০২ জন লোক প্লাষ্টিকের ব্যাগ হাতে দৌড়ে পালানোর চেষ্টা করে। এরুপ দেখে র্যাব কর্তৃক তাদেরকে ধরা হয়। পালানোর কারণ জিজ্ঞাসা করলে সন্তোষজনক উত্তর না পাওয়ায় তাদেরকে তল্লাশী করা হয়। তাদের হাতে থাকা প্লাষ্টিকের ব্যাগ হতে মাদকদ্রব্য (গাঁজা- ৭.৬ কেজি) পাওয়া যায়।
প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, আটককৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা দীর্ঘদিন ধরে নারায়ণগঞ্জ, কুমিল্লা এবং ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ক্রয় বিক্রয় করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উপরোক্ত বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।