বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে এক ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা ওই ব্যবসায়ীর পরিবারের সব সদস্যদের পিস্তল ঠেকিয়ে হাত-পা বেঁধে জিম্মি করে স্বর্ণালংকার ও টাকাসহ ২০ লাখ টাকার মালামাল লুটে নেয়। শুক্রবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় ঘটে এ ডাকাতির ঘটনা।
ব্যবসায়ী বিল্লাল হোসেন জানান, তিনি কাঞ্চন বাজারের একজন টেক্সটাইল ব্যবসায়ী। শুক্রবার রাত সোয়া ২টার দিকে ৮-১০ জনের একদল মুখোশধারী ডাকাতদল প্রথমে বাড়ির গেইটের তালা ভাঙে। পরে ঘরের প্রধান দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে পিস্তল ঠেকিয়ে তার দুই ছেলে শামিম মিয়া ও সাকিব মিয়াকে জিম্মি করে ফেলে।
একপর্যায়ে পরিবারের সবাইকে হাত-পা বেঁধে জিম্মি করে ফেলে। এ সময় আলমারিতে থাকা ২৭ ভরি স্বর্ণালংকার ও ৫০ হাজার টাকাসহ প্রায় ২০ লাখ টাকার মালামাল লুট করে পালিয়ে যায়। একই সময় পাশের নাথপাড়া এলাকার মনজুর হোসেন মোল্লার বাড়িতে একদল অস্ত্রধারী ডাকাতদল প্রবেশ করে বাড়ির কেয়ারটেকারকে জিম্মি করে ফেলে। তবে, মনজুর মোল্লাসহ পরিবারের সদস্যরা নাথপাড়ার বাড়িতে না থেকে ঢাকার বাড়িতে বসবাস করেন। বাড়িতে স্বর্ণালংকার ও টাকা পয়সা না পেয়ে ব্যাপক ভাঙচুর চালিয়ে ডাকাতদল চলে যায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। লুট হওয়া স্বর্ণালংকার ও টাকা উদ্ধার এবং গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।