বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ শহরের চাষাঢ়ায় সড়কে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে হকার জুবায়ের হত্যা মামলার প্রধান আসামী ইকবাল হোসেনকে গ্রেফতার করেছে র্যাব-১১।
দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানান অধিনায়ক (সিইও) লেঃ কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, গত ১৪ অক্টোবর সন্ধ্যায় চাষাঢ়া সাধু পোলের গীর্জার সামনে অবৈধভাবে দোকান বসানোকে কেন্দ্র করে দুই পক্ষের বাকবিতন্ডা হয় এক পর্যায়ে জুবায়রকে সংঘবদ্ধভাবে পিটিয়ে ও ছুরিকাঘাত করে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। হত্যা মামলার প্রধান আসামী ইকবালকে বরিশালের উজিরপুর থেকে গ্রেফতার করে র্যাব-১১ এর একটি দল। সে সোনারগাও থানার বুরুমদী গ্রামের আব্দুস সামাদের ছেলে। হত্যার সাথে জড়িত অন্য আসামীদের গ্রেফতারের জন্য অভিযান চলছে।