বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি পোশাক কারখানার নির্মাণাধীন ভবনের দ্বিতীয় তলা থেকে পড়ে আলম নামে এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে।
বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল এলাকায় এ-ওয়ান পোলার নামক একটি পোশাক কারখানায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আলম নীলফামারী জেলার জলডাঙ্গা উপজেলার শিমুলবাড়ী চেনমারী এলাকার আতিয়ার রহমানের ছেলে।
প্রত্যক্ষদর্শী ও কারখানার শ্রমিকরা জানান, আলম এ-ওয়ান পোলার পোশাক কারখানার ভেতরে একটি ভবনের দ্বিতীয় তলায় নাইট শিফটে কাজ করছিলেন। রাত ১০টার দিকে অসর্তকায় হঠাৎ করে আলম নিচে পড়ে গুরুতর আহত হন। এ সময় কারখানার অন্যান্য শ্রমিকরা তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
ভুলতা ফাঁড়ির পরিদর্শক মাহবুবুর রহমান বলেন, এ-ওয়ান পোলার কারখানার নির্মাণ শ্রমিকের মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ কারখানায় পৌঁছানোর আগেই কর্তৃপক্ষ পরিবারের কাছে লাশ হস্তান্তর করেছে।