বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে অজ্ঞাত এক যুবকের হাত-পা বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার ডেমরা-রামপুরা সড়কের পাশে স্নিগ্ধা নামে একটি নার্সারির পেছন থেকে লাশটি উদ্ধার করা হয়।
মঙ্গলবার বিকেলে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এর আগে সিআইডির ক্রাইম সিন ইউনিট শনাক্তের জন্য মৃতের ডিএনএ ও আঙুলের ছাপসহ প্রয়েজনীয় নমুনা সংগ্রহ করেছে। বেলা ১১টায় আমুলিয়া মডেল টাউন সংলগ্নে এ লাশ চোখে পড়ে। মৃতের হাত-পা সাদা রশি দিয়ে বাঁধা ও গলায় সাদা রশি পেঁচানো ছিল।
প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, সোমবার দিবাগত গভীর রাতে কে কারা ওই যুবককে হাত-পা বেঁধে শ্বাসরোধ করে হত্যা করে এখানে ফেলে চলে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলাবার বেলা ১১টার দিকে নার্সারিতে গাছ কিনতে আসেন এক ভদ্রলোক। তিনি গাছ দেখতে দেখতে নার্সারির পেছন দিকে গিয়ে দেখেন সেখানে একটি মানুষ শুয়ে আছেন। পরে নার্সারির মালিক আজাদকে ডেকে নিয়ে দেখেন হাত-পা বাঁধা ও গলায় সাদা রশি পেঁচানো এক যুবক পড়ে আছে। এ ঘটনায় তারা পুলিশে খবর দিলে মঙ্গলবার দুপুরে পুলিশ ঘটনাস্থলে আসে।
এদিকে ঘটনাস্থল পরিদর্শনে আসেন ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার শাহ্ ইফতেখার আহম্মেদ ও অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার দ্বীন মোহাম্মদ।
এ বিষয়ে ডেমরা থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, খবর পেয়ের পুলিশ ঘটনাস্থলে আসে। পরে সিআইডির ক্রাইম সিন ইউনিটের কার্যক্রম ও লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তবে লাশের পরিচয় পাওয়া যায়নি। আর এ বিষয়ে যথাযোগ্য আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।