বিজয় বার্তা ২৪ ডট কম
আওয়ামীলীগের প্রভাশালী নেতা এমপি শামীম ওসমানের নির্দেশে ১৭ নং ওয়ার্ড আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত করা হয়েছে।
শুক্রবার রাতে পাইকপাড়া আদর্শ বালিকা স্কুল এন্ড কলেজ প্রাঙ্গণে ১৭ নং ওয়ার্ড কাউন্সিলর ও মহানগর আওয়ামীলীগ নেতা আব্দুল করিম বাবু উদ্যোগে এই কর্মী সভা অনুষ্ঠিত হয়।
কর্মী সভায় উপস্থিত ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, মহানগর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি চন্দনশীল, সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, সাংগঠনিক সম্পাদক জাকিরুল আলম হেলাল, কৃষকলীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান লিটন, মহানগর যুবলীগ নেতা শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছাসেবকলীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ সহ আওয়ামীলীগ,যুবলীগ, সেচ্ছাসেবকলীগ ও ছাত্রলীগের নেতৃবৃন্দ।
সভায় আওয়ামীলীগের তৃনমূলের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আওয়ামীলীগের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে বলেন।
বক্তারা আরো বলেন, আমরা বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতি করি। আমরা মরে গেলেও অন্যায়ের সাথে আপোষ করবো না। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার আদেশ ও প্রাণপ্রিয় নেতা সাংসদ একেএম শামীম ওসমানের নির্দেশনায় আমরা ত্যাগী নেতা কর্মীদের নিয়ে ঐক্যবদ্ধ ভাবে আওয়ামীলীগের রাজনীতি করি। আর যারা আমাদের নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্য দেয়, তারা হয়তো ভুলে গেছে আমরা ৭৫ পরবর্তী আন্দোলন সংগ্রামে রাজনীতির মাঠে অগ্রনী ভূমিকায় কাজ করেছি বিএনপি-জামাত দেশ বিরোধী শক্তির বিরুদ্ধে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যাকে আগামী নির্বাচনে মনোনয়ন দিবেন যদি সে হাইব্রিড- কাউয়া না হয় তবে আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে তার জন্য কাজ করবো। বাইপাস রোড নারায়ণগঞ্জে নাই। তাহলে কি উন্নয়ন করেছেন? আজ যানজট নগরীর অন্যতম সমস্যা তাহলে কি উন্নয়ন করলেন। আজ সোনারগাঁ উপজেলা নির্বাচনকে কেন্দ্র করে আমাদের প্রাণপ্রিয় সাংসদ আলহাজ্ব একেএম শামীম ওসমান এমপি সকল আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ করে মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দশনা অনুসারে কাজ করতে বলেন। কি মধু আছে আপনার ঐ সিটে? যার জন্য আওয়ামীলীগের ত্যাগী নেতা কর্মীদের বাদ দিয়ে আপনি হাইব্রিডদের নিয়ে উন্নয়নের বদলে লুটপাট করে যাচ্ছেন।