বিজয় বার্তা ২৪ ডট কম
শামীম ওসমানের নির্দেশে ১৬ নং ওয়ার্ডে আওয়ামীলীগের কর্মী সভা অনুষ্ঠিত করা হয়েছে।
মঙ্গলবার রাতে উক্ত ওয়ার্ডের বাবুরাইল স্কুল মাঠে ১৬ নং ওয়ার্ড আওয়ামীলীগের আয়োজনে এই কর্মী সভা অনুষ্ঠিত করা হয়।
মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি মাসুদুর রহমান খসরুর সভাপতিত্বে কর্মী সভায় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু হাসনাত মোঃ শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, উৎসব পরিবহন লি. এর চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শহীদুল্লাহ, ১৬নং ওয়ার্ড কাউন্সিলর শেখ নাজমুল আলম সজল, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন ভুইয়া সাজনু, মহানগর আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক মাহাবুবুল আলম চঞ্চল, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ কবীর হোসেন, মহানগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জুয়েল হোসেন, মহানগর কৃষক লীগের সাধারন সম্পাদক জিল্লুর রহমান লিটন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, সাবেক সাধারন সম্পাদক মিজানুর রহমান সুজন, সাবেক সহ সভাপতি মিজানুর রহমান সজীব, ফতুল্লা থানা আওয়ামী লীগের কার্যকরী সদস্য আতাউর রহমান নান্নু, জেলা ছাত্রলীগের সাধারন সম্পাদক আশরাফুল ইসলাম রাফেল, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, ১৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারন সম্পাদক রফিকুল ইসলাম সহ নারায়ণগঞ্জ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।
সভায় আওয়ামীলীগের তৃনমূলের নেতৃবৃন্দ তাদের বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন। এসময় সিনিয়র নেতৃবৃন্দ বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন এবং আওয়ামীলীগের জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে সবাইকে এগিয়ে আসতে বলেন।