বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য একে এম শামীম ওসমান বলেছেন, নেতা তো সেই হয় যে দলের কর্মীদের ভালোবাসতে জানে। আমি দলের কর্মী যে এমন চিন্তা করে সেই বড় নেতা হয়। আর যদি কেউ মনে করে আমি অনেক বড় নেতা হয়ে গেছি সে নেতা তো দূরের কথা নেতার জাতও না।
সোমবার বিকেলে শহরের রাইফেল ক্লাব মিলনায়তনে মহানগর আওয়ামী লীগের আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বলেন, আমরা ১২ বছর ধরে ক্ষমতায়। আমাদের চর্বি মোটা হয়ে গেছে। সবার মাথায় ঢুকছে নৌকা পেলেই পাস। স্টপ ইট। বাদ দিন। যারা মনে করেন নৌকা পেলেই পাস তারা রাজনীতি থেকে দূরে থাকেন। মনে রাখতে হবে জনগণ পাশে থাকলে পাস।
তিনি আরো বলেন, সামনে নির্বাচন এর আগেই অনেক খেলা হবে। শকুন আকাশে উড়ছে। তাই আগে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। যারা প্রকৃত ত্যাগী কর্মী তারাই তো নির্বাচন করবেন।
তিনি বলেন,আমাদের মা প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সঙ্গে কথা বললে অধিকার নিয়ে কথা বলি। একদিন তিনি আমাদের বলেছেন, ‘শামীম আমি হলাম নীলকণ্ঠি। আমি বিষ খেয়েও হজম করতে পারি।’ তার সে কথা আমি অনুসরণ করি। নেত্রী যদি সব হজম করতে পারেন তাহলে আমরা কর্মীরা কেন পারবো না।
শামীম ওসমান বলেন, ‘আমি মনে করি আজই আমার শেষ দিন। আমরা এমন নারায়ণগঞ্জ চাই যেখানে সন্ত্রাস, মাদক, ইভটিজিং, চাঁদাবাজি, সাম্প্রদায়িকতা থাকবে না। তাই দেশের অন্য এলাকার আগে আমাদের ঘণ্টা বাজাতে হবে। কারণ সামনের ছয় মাস বেশ কঠিন সময়। অন্য যে কোনো সময়ের চেয়ে এ ছয় মাস খুবই ভয়াবহ হতে পারে।’
সভায় উপস্থিত ছিলেন, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. খোকন সাহা, সিনিয় সহ সভাপতি চন্দনশীল, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড. আবু হাসনাত শহীদ মো. বাদল, বন্দর থানা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এম এ রশিদ,মহানগর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক শাহ নিজাম, মহানগর যুবলীগের সভাপতি শাহাদাৎ হোসেন সাজনু, মহানগর সেচ্ছাসেবকলীগে সভাপতি জুয়েল হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি শেখ সাফায়েত আলম সানি, মহানগর ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান রিয়াদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশরাফুল ইসমাঈল রাফেল সহ ২৭ টি ওয়ার্ডের আওয়ামীলীগের কাউন্সিলরবৃন্দ, আওয়ামীলীগ,যুবলীগ সেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগের নেতৃবৃন্দ।