বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে সৌদি আরব থেকে দেশে ফেরার সময় এক প্রবাসীর গাড়িতে ডাকাতি হয়েছে। ওই সময় প্রবাসী ও তার বাবা-মামাকে কুপিয়ে টাকা স্বর্ণলঙ্কারসহ ও মূল্যবান মালামাল লুটে নেয় ডাকাতদল। ৩০ আগস্ট রাতে ওই উপজেলার কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের ৭ নম্বর সেক্টরে এ ঘটনা ঘটে।
ওই ঘটনায় মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সাত সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় ডাকাতির কাজে ব্যবহৃত গাড়ি, ছোড়া ও ডাকাতি হওয়া মালামাল উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন- পটুয়াখালীর নয়াবাঙ্গুনি গ্রামের রিয়াজ উদ্দিনের ছেলে তানজিদ হোসেন, বরিশালের কাজিরহাট থানার কাদিরাবাদ গ্রামের স্বপন শেখের ছেলে সজল, আন্ধারমানিক এলাকার শামসুল হক খলিফার ছেলে সোহাগ হোসেন, মুলাদি থানার আলিমাবাদের শওকত হোসেনের ছেলে মিরাজ হোসেন, শরিয়তপুরের সখিপুর থানার মোল্লাবাজার প্যাদাকান্দি গ্রামের নূর হোসেন খানের ছেলে সোহরাব খান, পটুয়াখালীর বাউফল থানার কাশিপুরের রফিক ফকিরের ছেলে বাবলু, বরগুনা সদর থানার খাজুরতলা গ্রামের আবু তাহেরের ছেলে রাসেল।
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ন কবির মোল্লা জানান, ৩০ আগস্ট রাতে সৌদি প্রবাসী সাইফুল ইসলাম রাজধানীর শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মাইক্রোবাসে গ্রামের বাড়ি নরসিংদীর মনোহরদী থানার বাগিবাড়িতে যাচ্ছিলেন। ওই সময় তার সঙ্গে ছিলেন বাবা সুরুজ আলী, মামা সেলিম ও গাড়ি চালক স্বপন। কাঞ্চন-কুড়িল বিশ্বরোড সড়কের পূর্বাচল উপশহরের ৭ নম্বর সেক্টরে আরেকটি মাইক্রোবাস তাদের গতিরোধ করে। এরপর অস্ত্রের মুখে প্রবাসীসহ চারজনকে জিম্মি করে লুটপাট চালিয়ে টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইলসহ দুই লাখ টাকার মূল্যবান মালামাল নিয়ে যায়। ওই সময় ডাকাতদের ধারালো অস্ত্রের আঘাতে আহত হন মাইক্রোচালক স্বপন মিয়া ও প্রবাসী সাইফুল ইসলাম। পরে চালক স্বপন ৯৯৯-এ কল করলে পুলিশ তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় প্রবাসী সাইফুল ইসলামের বাবা সুরুজ আলী মামলা করেন।
থানার ওসি এ.এফ.এম সায়েদ জানান, পুলিশ তথ্যপ্রযুক্তির সহায়তায় দুইদিন রাজধানী ও আশপাশের এলাকায় অভিযান চালিয়ে সাত ডাকাতকে গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে লুণ্ঠিত মালামাল ও ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। পরে রাজধানীর খিলগাঁও থানাধীন ত্রিমোহনী এলাকা থেকে পরিত্যক্ত অবস্থায় ডাকাতির কাজে ব্যবহারিত গাড়িটি উদ্ধার করে পুলিশ। বুধবার দুপুরে আসামিদের নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃতদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।