নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে খানপুর রেললাইন জামে মসজিদে পুরো একমাসের ইফতারির ব্যবস্থা করে দিলেন প্রয়াত সাংসদ এ.কে.এম নাসিম ওসমানের পুত্র আজমেরী ওসমান। মসজিদে যেসব রোজাদার ব্যক্তিরা ইফতারি করবেন তাদের জন্য এ ব্যবস্থা করা হয়েছে।
আজমেরী ওসমান জানান, আমার বাবা প্রয়াত নাসিম ওসমান ছিলেন একজন জনবান্ধব নেতা। তিনি সবসময় জনগণের কথা চিন্তা করতেন। কি করলে সাধারণ জনগণ সুখে শান্তিতে বাস করতে পারবে সেই চিন্তা করতেন। তিনি কখনোই নিজের কথা চিন্তা করতেন না। তিনি চিন্তা করতেন তার আশেপাশে যেসকল গরীব ও দুঃখি মানুষ আছে তাদেরকে কিভাবে সহযোগীতা করে তাদের দুঃখ লাঘব করা যায়।
তিনি আরো জানান, আমার বাবার অসম্পূর্ণ কাজগুলো আমি সম্পূর্ণ করতে চাই। অনেক গরীব দুঃখি মানুষ আছে যারা রমজানে ঠিক মত ইফতারি করতে পারেনা, শুধু আধাপেট খেয়ে কোনভাবে রোজা রাখে। আমি সেই সকল গরীব মানুষদের জন্য আমার সাধ্যানুযায়ী ইফতারি করানোর ব্যবস্থা করেছি। আমি নারায়ণগঞ্জ বাসীর প্রতি কৃতজ্ঞ, আমার বাবাকে তারা আজোও স্মরণ করে। আমার বাবার জন্য দোয়া করবেন, যেন আল্লাহ আমার বাবাকে বেহেশত নসিব করেন। সেই সাথে আমার মৃত দাদা, দাদি এবং পরিবারের সকলের জন্য দোয়া করবেন। আমি আপনাদের সহযোগীতা নিয়ে আমার বাবার রেখে যাওয়া স্বপ্নগুলোকে পূরণ করতে চাই।