বিজয় বার্তা ২৪ ডেস্ক
স্বতন্ত্র পরীক্ষা হল, ক্লাসরুম নির্মাণ ও পর্যাপ্ত শিক্ষক নিয়োগের জন্য বাজেটে বিশেষ বরাদ্দ এবং জাতীয় বাজেটের ২৫ ভাগ শিক্ষা খাতে বরাদ্দের দাবিতে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলা শাখার উদ্যোগে আজ ৬ জুন ২০১৬খ্রিঃ সকাল ১০.৩০টা থেকে ১১.৩০টা পর্যন্ত নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়। ছাত্র ফ্রন্ট জেলা সভাপতি সুলতানা আক্তারের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সহ-সভাপতি জেসমিন আক্তার, সংগঠনের সাধারণ সম্পাদক বেলাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ও নারায়ণগঞ্জ কলেজের নেতা শফিকুর ইসলাম শিমুল, অর্থ সম্পাদক ও সরকারী তোলারাম কলেজের নেতা মুন্নী সরদার, সরকারী তোলারাম কলেজ শাখার সাধারণ সম্পাদক আল মামুন, সরকারী মহিলা কলেজের সংগঠক সানজিদা শান্ত। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহীদ মিনারে এসে শেষ হয়।
নেতৃবৃন্দ বলেন-বর্তমান সরকারের বাজেট শিক্ষাবান্ধব নয়। জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত কলেজগুলোতে স্বতন্ত্র পরীক্ষা হল নির্মাণ, পর্যাপ্ত ক্লাসরুম ও শিক্ষক নিয়োগ করে সারা বছর ক্লাস চালু রাখার জন্য বাজেটে বিশেষ বরাদ্দের দাবি ছাত্ররা তুললেও বর্তমান বাজেটে তা উপেক্ষিত হয়েছে। সরকারী উদ্যোগে নতুন নতুন স্কুল, কলেজ বিশ্ব বিদ্যালয় নির্মাণের জন্যও বরাদ্দ নেই। যেখানে ইউনেস্কোর দাবিতে জাতীয় বাজেটের ২৫ ভাগ বরাদ্দ করা অথচ সরকার এবার মাত্র ১০.৭% ভাগ বরাদ্দ করেছে। এটি হাস্যকর। এদিকে শিক্ষাক্ষেত্রে সরকারি বাজেট কমছে। ফলে আভ্যন্তরীন আয় বাড়ানোর নামে স্কুল কলেজ বিশ্ব বিদ্যালয়ে বিভিন্ন ধরনের ফি বৃদ্ধি করছে। শিক্ষার বানিজ্যিকীকরণের অংশ হিসেবে বেসরকারী উদ্যেগে নতুন নতুন শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে যেখানে সাধারণ মানুষের সন্তানেরা শিক্ষা লাভ করতে পারছে না।
নেতৃবৃন্দ বাজেট প্রত্যাখ্যান করে আরও বলেন, লাইব্রেরী ও সেমিনারে পর্যাপ্ত বই না দিয়ে, সিলেবাস শেষ না করে ক্র্যাশ প্রোগ্রাম দিয়ে দ্রুত পরীক্ষা নেয়ায় জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তীব্র সমালোচনা করেন। এছাড়া নারায়ণগঞ্জে সরকারী উদ্যেগে পূর্ণাঙ্গ স্বায়ত্বশাসিত বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের জন্য সরকারের প্রতি দাবি জানান।