নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
রবিবার ০৫ জুন রাত ৯ টায় জোনাল কমান্ডার ঢাকা জোন কমান্ডার মনিরুল আহসান এর সার্বিক দিকনির্দেশনায় নারায়ণগঞ্জ জেলাস্থ কোস্ট গার্ড স্টেশন পাগলা এর স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ এর তত্ত্বাবধানে টীম লিডার পেটি অফিসার খন্দকার আশরাফ হোসেন ও এম ফারুক হোসেন এর নেতৃত্বে একটি বিশেষ অপারেশন দল গোপন সংবাদের ভিত্তিতে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় অভিযান চালিয়ে ‘‘এমভি রাজধানী ও এমভি টিপু’’ লঞ্চদ্বয় হতে মালিকবিহীন অবস্থায় আনুমানিক ২,২৪০ (দুই হাজার দুইশত চল্লিশ) কেজি অবৈধ পলিথিন আটক করা হয়। আটককৃত পলিথিনের আনুমানিক মূল্য টাকা ৩,৩৬,০০০/০০ (টাকা তিন লক্ষ ছত্রিশ হাজার মাত্র)। অদ্য বেলা ১২০০ ঘটিকায় আটককৃত পলিথিন আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জেলা পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিচালক মুহাম্মদ মুজাহিদুল ইসলাম এর নিকট হস্তান্তর করা হয়।
কোস্ট গার্ড স্টেশন পাগলার স্টেশন কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার সায়ীদ এম কাসেদ বলেন, আগামী দিনগুলোতেও বাংলাদেশ কোস্ট গার্ডের এইরূপ অভিযান অব্যাহত থাকবে। নিরাপদ জলসীমা নিশ্চিতকরণ ও পরিবেশ সুরক্ষায় বাংলাদেশ কোস্ট গার্ড অঙ্গীকারাবদ্ধ।