বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জে র্যাব-১১ এর অভিযানে দেশীয় অস্ত্রসহ ডাকাত দলের সক্রিয় সদস্য ০৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
রাতে সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্র (চাপাতি-০২টি,বড় ছোরা-০১টি,রামদা-০১টি,এবং লোহার পাইপ-০২টি) উদ্ধারসহ ডাকাত দলের সক্রিয় সদস্য ০৬জন গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলেন, মোঃ আশিক দেওয়ান (২৬), সোয়াদ ইসলাম (২০), মোঃ আল আমীন (২৪), মোঃ নাছির হোসেন (২৫), মোঃ রাব্বী হাসান (২০), মজিবুর রহমান @ আশিক (২১)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমাঃ মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন পাঠানটুলি এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে র্যাবের বিশেষ অভিযানে ডাকাত দলের ০৬ সদস্যকে গ্রেফতার করা হয়। ডাকাতি বন্ধে র্যাব-১১এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়ধীন রয়েছে।