বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জে ফতুল্লায় ০৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।
বিকেলে থানাধীন রগুনাতপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীর হেফাজত হতে ৪০২০ পিস ইয়াবা এবং মাদক ব্যবসার কাজে ব্যবহৃত মটর সাইকেল ০১টি উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মোঃ আজম খলিফা (৩৩), ২। ইমাম (২৮) এবং ৩। মোঃ শরিফ আহম্মেদ @ হৃদয় (২৮)।
র্যাব-১১ এর মিডিয়া অফিসার লেঃ কমান্ডার মাহমুদুল হাসান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, আটকৃত মাদক ব্যবসার সাথে জড়িত আসামীরা নারায়ণগঞ্জ, ঢাকা ও এর আশপাশের এলাকায় কিছুদিন যাবত মাদক দ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজ তথা দেশকে বাঁচাতে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।