বিজয় বার্তা ২৪ ডট কম
চলছে করোনা ভাইরাসের তৃতীয় ঢেউ। সেই সাথে আবারও বাড়ছে টিম খোরশেদের স্বেচ্ছাসেবকদের ব্যস্ততা। সেই ধারাবাহিকতায় শনিবার নিজেদের ২০৭ তম দাফন সম্পন্ন করেছে টিম খোরশেদ।
শনিবার (৩ জুলাই) সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকার কান্দাপাড়া নিবাসী রফিকুল ইসলাম (৭৫) করোনা আক্রান্ত হয়ে সিদ্ধিরগঞ্জের সানারপাড়ের ইস্ট ভিউ হসপিটাল এন্ড ল্যাব এ চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন।
এসময় তার পরিবারের আহবানে টিম খোরশেদ এর স্বেচ্ছাসেবকরা সিদ্ধিরগঞ্জের কান্দাপাড়া কবরস্থানে তার দাফন সম্পন্ন করেন।
এসময় উপস্থিত ছিলেন হাফেজ মোঃ শিব্বির, আনোয়ার হোসেন, মোঃ সহিদ, সুমন দেওয়ান, হাফেজ রিয়াদ, শফিউল্লাহ রনি ও মোঃ নাঈম।