বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের ফতুল্লায় বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে নদীর পাড়ের ফাঁকা রাস্তায় এক গার্মেন্টস কর্মীকে ধর্ষণের অভিযোগ উঠেছে প্রেমিকের বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার মধ্যরাতে ফতুল্লার দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন বুড়িগঙ্গা নদীর পাড়ে এ ঘটনা ঘটে। গ্রেফতারকৃত মিরাজ ভোলার চরফ্যাশন উপজেলার আব্দুল্লাহপুরের মোশারফ হোসেনের ছেলে।
ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী জানান, ৩-৪ মাস আগে বুড়িগঙ্গার পাড়েই মিরাজের সঙ্গে পরিচয় হয় তার। গত মাসেই তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। সেই থেকে তারা প্রায়ই বিভিন্ন জায়গায় ঘুরতে যেতেন। এরই ধারাবাহিকতায় শুক্রবার সন্ধ্যার দিকে প্রেমিকের সঙ্গে দাপা বালুরঘাট এলাকায় ঘুরতে যান তিনি। রাত সাড়ে ১২টার দিকে দাপা গুদারাঘাট বালুর মাঠ সংলগ্ন কামাল ভেজিটেবল ওয়েল মিলের পেছনে নদীর পাড়ে ফাঁকা রাস্তায় মিরাজ তাকে বিবস্ত্র করে ধর্ষণ করে।
ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, ধর্ষণের শিকার গার্মেন্টস কর্মী মামলা করেছেন। অভিযুক্ত মিরাজকে গ্রেফতার করা হয়েছে।