নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
ফতুল্লায় ১৫০ পিছ ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী বন্দুক মাসুমের সেলসম্যান হিসাবে পরিচিত আনোয়ার হোসেন ওরফে আনার(২৮)কে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ। শনিবার মধ্যরাতে পাইলট স্কুল সংলগ্ন এলাকায় সবুজ মিয়ার বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বলে পুলিশ জানায়। গ্রেফতারকৃত আনোয়ার দাপা ইদ্রাকপুর বেপারীপাড়া এলাকার ইব্রাহিমের ছেলে।
এএসআই কামরুল হাসান জানান,ফতুল্লা পাইলট স্কুল সংলগ্ন এলাকায় দীর্ঘদিন যাবত একটি চক্র মাদক ব্যবসা চালিয়ে আসছিল। শনিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় অভিযান চালিয়ে আনোয়ার হোসেনকে আটক করার পরে তল্লাশী চালিয়ে ১শ ৫০ পিছ ইয়াবা ট্যাবলেট এ ব্যাপারে মামলা দায়েরের পর জিজ্ঞাসাবাদের জন্যে রিমান্ড চেয়ে রোববার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে।