বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জে লকডাউনের প্রথম দিন সকাল থেকেই আইনশৃংলাবাহিনী কঠোর অবস্থানে রয়েছে। শহরে গণপরিবহন সবধরনের দোনপাট বন্ধ রয়েছে। ভোর থেকেই নারায়ণগঞ্জে প্রচুর বৃস্টিপাত হচ্ছে। গার্মেন্টস, ব্যাংক সহ ও ঢাকার কর্মরত নারায়ণগঞ্জে বসবাসকারীরা অটোরিকসা সিএনজিতে করে তাদের কর্মস্থলে যোগ দিতে বাড়ি থেকে বের হয়েছে। পুলিশ জানিয়েছে, নারায়ণগঞ্জে প্রবেশের সবকটা পয়েন্টে পুলিশের চেক পোস্ট বসানো হয়েছে। কোন কারন ছাড়া কোন যানবাহন শহরে প্রবেশ প বের হতে দেওয়া হচ্ছে না। শহরে সকল ধরনের দোকানপাট মার্কেট বন্ধ রয়েছে।
নারায়ণগঞ্জ পুলিশ সুপার মোহাম্মদ জায়েদুল আলম জানিয়েছেন, নারায়ণগঞ্জে লকডাউন কর্যকর করতে জেলা প্রশাসনের ১৮ টি মোবাইল টিম নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে যানবাহন চলাচল ও স্বাস্থ্যবিধি মানা সহ লকডাউন বাস্তবায়নের তদারকি করছে। নারায়ণগঞ্জে প্রবেশ দারে পুলিশের ২১ টি চেক পোস্ট বসিয়ে যানবাহন ও জনসাধারনের চলাফেরা তদারকি করছে।