বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ২৮৮ ক্যান বিয়ারসহ সবুজ নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রবিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে রূপগঞ্জ থানার (ওসি) এএফএম সায়েদ সাংবাদিকদের এ তথ্য জানান। এর আগে, গত শনিবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন পৌরসভার কাঞ্চন ব্রীজের পশ্চিমপাড় থেকে ওই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
এসময় মাদক বহনের কাজের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে পুলিশ। গ্রেপ্তারকৃত সবুজ পাশর্^বর্তী আড়াইহাজার উপজেলার প্রভাকরদী এলাকার দায়েন মিয়ার ছেলে সবুজ।
রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, মাদকের ব্যাপারে রূপগঞ্জ থানা পুলিশ সবসময় সোচ্চার রয়েছে। প্রাইভেটকারে করে কাঞ্চন ব্রীজ হয়ে বিপুল পরিমাণ মাদক গাজীপুরসহ বিভিন্ন স্থানে পাচার হবে বলে পুলিশের কাছে খবর ছিল।
গত শনিবার সন্ধ্যায় অভিযান পরিচালনা করে একটি প্রাইভেটকার থেকে ২৮৮ ক্যান বিয়ারসহ সবুজ নামে একজনকে গ্রেপ্তার করা হয়। এসময় প্রাইভেটকার জব্দ করা হয়।
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়েছে।