বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি কার্গো ট্রাকে তল্লাশি চালিয়ে ২৯ হাজার ইয়াবা উদ্ধার করেছে র্যাব। এ সময় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের শিমরাইল এলাকায় এ ঘটনা ঘটে।
গ্রেফতারকৃতরা হলেন- রাজু, ইমরান হোসেন ও নাঈম শেখ। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
রোববার দুপুরে র্যাব-৩ এর পরিদর্শক মোখলেছুর রহমান জানান, শনিবার বিকেল ৫টার দিকে কুমিল্লা থেকে কার্গো ট্রাক নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল তিন মাদক ব্যবসায়ী। গোপন তথ্যের ভিত্তিতে সিদ্ধিরগঞ্জের শিমরাইলে ফজর আলী গার্ডেন সিটি মার্কেটের সামনে চেকপোস্ট বসিয়ে ট্রাকটিতে তল্লাশি চালানো হয়। ওই সময় চালকের সিটের পেছন থেকে পলিথিনে মোড়ানো ২৯ হাজার ইয়াবা উদ্ধার করা হয়। একই সঙ্গে গ্রেফতার করা হয় তিন মাদক ব্যবসায়ীকে।
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মশিউর রহমান জানান, গ্রেফতারকৃত তিন মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা করে আদালতে পাঠানো হয়েছে।