নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
সোমবার দুপুর ১টায় ফতুল্লা ইসদাইর বাজার এলাকায় ৪০ পিছ ইয়াবা সহ দুইজনকে গ্রেফতার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো চা দোকানদার মোঃ ফারুক (২৫), পিতা মোঃ চাঁন মিয়া, মোঃ রনি (১৭), পিতা মোবারক মিয়া, উভয় সাং ইসদাইর বাজার।
ফতুল্লা থানার এএসআই সামসুজ্জামান জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ইসদাইর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৪০ পিচ ইয়াবা উদ্ধার করা হয়। বন্ধন গার্ডেন সামাজিক সংগঠনের সদস্যরা এ বিষয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে সহযোগীতা করে। এ ব্যাপারে ফতুল্লা মডেল থানায় মাদক দ্রব্য আইনে মামলা দায়ের প্রস্তুতি চলছে।