স্টাফ রিপোর্টার,বিজয় বার্তা ২৪
চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় নির্বাচন কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করার অভিযোগে চট্টগ্রাম-১৬ আসনের সরকারদলীয় এমপি মোস্তাফিজুর রহমান চৌধুরীর বিরুদ্ধে মামলা হয়েছে।
বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মামলাটি হয় বলে জানিয়েছেন বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন।
লাঞ্ছনার শিকার উপজেলা নির্বাচন কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, লাঞ্ছনার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনের নির্দেশসংবলিত চিঠিটি বৃহস্পতিবার রাতে বিশেষ বাহক মারফত বাঁশখালী থানায় পাঠানো হয়। এরই পরিপ্রেক্ষিতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন কমিশনের পক্ষ থেকে স্থানীয় সাংসদ মোস্তাফিজুর রহমান, তার রাজনৈতিক সচিব তাজুল ও স্থানীয় ওলামা লীগ সভাপতি আখতারের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরো পাঁচ-ছয়জনকে আসামি করে মামলা করেন।