নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
র্যাব-১১, সিপিসি-১, এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতেসদর উপজেলার সিদ্বিরগঞ্জ থানাধীন গোদনাইল শান্তিনগর জনৈক জাকির এর অটো রিক্সার গ্যারেজের সামনে সোমবার বিকালে অভিযান চালিয়ে একাধিক মামলার আসামী ও চিহ্নিত মাদক ব্যবসায়ী কতিপয় মাদক ব্যবসায়ী লিটনকে মাদকসহ গেস্খফতার করেছে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর কোম্পানী অধিনায়ক এএসপি শাহ মোঃ মশিউর রহমান, পিপিএম এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সদর উপজেলার সিদ্বিরগঞ্জ থানাধীন গোদনাইল শান্তিনগর জনৈক জাকির এর অটো রিক্সার গ্যারেজের সামনে অবস্থান নিলে র্যাবের উপস্থিত টের পেয়ে মাদক ব্যবসায়ী চক্রের একজন ব্যক্তি দৌঁড়ে পালানোর চেষ্টাকালে মোঃ লিটন (২৪) কে গেস্খফতার করা হয়। এ সময় তার হেফাজতে থাকা ৫৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির কাজে ব্যবহৃত ০২টি মোবাইল সেটসহ উদ্ধার করা হয়। গেস্খফতারকৃত মোঃ লিটন (২৪) সিদ্ধিরগঞ্জ থানার গোদনাইল বউ বাজার এলাকার -মোঃ আক্কাস আলীর পুত্র বলে জানা গেছে। উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট এর আনুমানিাক মূল্য ৫ হাজার ৯শ’ টাকা। এ সংক্রান্তে আসামীর বিরুদ্ধে সিদ্বিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের প্রক্রিয়াধীন। উল্লেখ্য যে, আসামীর বিরুদ্ধে সিদ্বিরগঞ্জ থানায় মাদক সংক্রান্ত মামলা ২টি এবং অন্যান্য মামলা সংক্রান্ত ১টি মামলা রয়েছে।